প্রশ্নোত্তর
প্রশ্ন: আপনাদের কোর্সগুলো কিভাবে করানো হয়?
উত্তর: আমাদের কোর্সগুলো অনলাইন ভিডিও রেকর্ডেড টিউটোরিয়াল আকারে পাবেন। অনলাইন কোর্সে এনরোল করার পর আমাদের ওয়েবসাইটে আপনার অ্যাকাউন্ট তৈরি হবে। আপনি যখন ইচ্ছা লগ-ইন করে ভিডিও রেকর্ডেড টিউটোরিয়াল দেখে শিখতে পারবেন ।
প্রশ্ন: কোর্সে এনরোল/ ভর্তি হওয়ার পর কখন কোর্স টিউটোরিয়াল দেখা শুরু করতে পারব?
উত্তর: কোর্সে এনরোল/ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গেই কোর্স টিউটোরিয়াল দেখা শুরু করতে পারবেন।
প্রশ্ন: কোর্সগুলো শিখতে কত সময় লাগতে পারে?
উত্তর: এটা নির্ভর করছে কোর্সের পুরো আলোচ্য বিষয় এবং শেখার ক্ষেত্রে আপনার একাগ্রতার উপর। আপনি যদি প্রতিদিন মনোযোগ সহকারে ২ ঘণ্টা কমপক্ষে সময় ব্যয় করেন,আশা করি দ্রুত আয়ত্তে নিয়ে আসতে পারবেন।
প্রশ্ন: কোর্সগুলো শেষ করে আমি কি চাকরি বা ফ্রিল্যান্সিং করে আয় করা শুরু করতে পারব?
উত্তর: আমাদের কোর্সগুলোর একমাত্র উদ্দেশ্য শেখানো। কারণ,আমরা মনে করি যেকোন জিনিসই ভালোভাবে শিখলে,সেটা দিয়ে উপার্জন করা সম্ভব। কিন্তু মূল উদ্দেশ্য যদি টাকা উপার্জন হয়,সেই শেখা থেকে কোনরকমের উপকারিতা আশা করাটা সত্যিই বোকামি ছাড়া আর কিছু নয় ।
প্রশ্ন: আপনাদের কোর্স টিউটোরিয়াল কি ডাউনলোড করা যাবে?
উত্তর: কোর্স টিউটোরিয়াল ডাউনলোড করার কোন সুবিধা নেই। আপনাকে ওয়েবসাইটে লগ-ইন করে ভিডিও রেকর্ডেড টিউটোরিয়াল দেখতে হবে।
প্রশ্ন: আমার অ্যাকাউন্ট আমার পরিচিত অন্য কারো সাথে শেয়ার করতে পারব?
উত্তর: আমাদের কোর্সগুলো একটি অ্যাকাউন্টের জন্য। অন্য কারো সাথে শেয়ার কিংবা টিম শেয়ার করা যাবে না। যেহেতু আমরা কোর্স ম্যাটেরিয়ালগুলো প্রস্তুত করতে অনেক সময় ধরে পরিশ্রম করি, সুতরাং শেয়ারিং এর অনুমতি দেওয়া আমাদের পক্ষে কোন ভাবেই সম্ভব নয়।
প্রশ্ন: কোন কিছু না বুঝলে আমি কিভাবে সাহায্য পাব?
উত্তর: আপনার যেন কোন কিছু বুঝতে অসুবিধা না হয়, সেজন্য প্রতিটা বিষয় বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে। মনোযোগ সহকারে টিউটোরিয়ালগুলো দেখার জন্য বলা হল । এরপরও কোন কিছু বুঝতে অসুবিধা হলে ফেসবুক সাপোর্ট গ্রুপে পোস্ট করবেন। কোর্সে এনরোল / ভর্তি হওয়ার পর সাপোর্ট গ্রুপের লিংক পেয়ে যাবেন।
প্রশ্ন: আমি কি একাধিক ডিভাইসে টিউটোরিয়াল গুলো দেখতে পারব?
উত্তর: না। তবে আপনি আপনার কম্পিউটারের পাশাপাশি মোবাইল ডিভাইসেও টিউটোরিয়াল দেখতে পারবেন।
প্রশ্ন: আমি কি কোন ডিসকাউন্ট পাব?
উত্তর: কোন ডিসকাউন্ট অফার বর্তমানে চালু আছে কি না, তা জানতে আমাদের ফেসবুক পেজে (https://www.facebook.com/orademy) দেখতে পারেন । অথবা, আমাদের ফেসবুক পেজ ইনবক্সে ডিসকাউন্টের ব্যাপারে খোঁজ খবর নিতে পারেন।